কর ফাঁকি এবং ব্যাংক জালিয়াতির দায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাবেক ম্যানেজার পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিবিসি জানায়, ইউক্রেনে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করে কয়েক মিলিয়ন ডলারের আয় গোপন করলে গত গ্রীষ্মে তিনি অভিযুক্ত হন। অবৈধ লবিংয়ের দায়ে অন্য একটি অভিযোগেও তার সাজা হতে পারে আসছে সপ্তাহে।
২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার যোগসাজশ খতিয়ে দেখতে গিয়ে ম্যানাফোর্টের বিরুদ্ধে এসব অভিযোগ বের হয়ে আসে। তিনি ছিলেন ট্রাম্পের প্রচারণার শীর্ষ ছয় উপদেষ্টার একজন।
নির্বাচনে ট্রাম্প জিতে আসার পেছনে রাশিয়ার যোগসাজশ নিয়ে মার্কিন বিচার বিভাগের বিশেষ কনসাল রবার্ট মুলারের অধীনে ২২ মাস ধরে চলমান তদন্ত এখন শেষের পর্যায়ে।
ম্যানাফোর্টকে দেওয়া এ কারাদণ্ডকে এ তদন্তে মুলারের কঠিন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এখন পর্যন্ত। যদিও ৬৯ বছর বয়সী এ পরামর্শকের আরও বেশি সাজা হওয়ার কথা ছিল বলে মনে করেছিলেন অনেকে।
ইউক্রেনে মস্কো ঘেঁষা রাজনীতিবিদদের সঙ্গে ম্যানাফোর্ট ১০ বছর ধরে কাজ করে আসছেন। এর সঙ্গে ২০১৬ সালের নির্বাচনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। তার প্রতি সদয় আচরণ করার জন্য আদালতের কাছে অনুরোধ জানান ম্যানাফোর্ট।