তাকেশি আন্দোও টোকিওর শিবুইয়া ট্রেন স্টেশন এর বিখ্যাত কুকুর হাচিকো এর বর্তমান মূর্তিটির নির্মাতা জানুয়ারিতে মারা গেছেন। ৯৫ বছর বয়সে টোকিও হাসপাতালে মারা যান তিনি ।
আন্দোওর বেড়ে ওঠা টোকিওতেই , টোকিও ইউনিভার্সিটি অফ আর্টসের একটি আর্ট স্কুল থেকে স্নাতকোত্তর হন।
১৯৩৪ সালে আন্দোর পিতা তুরও হাচিকোর প্রথম মূর্তি তৈরি করেছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রোঞ্জের স্মৃতিস্তম্ভটি ধাতুর অভাবে নষ্ট হতে থাকে , এরপর ১৯৪৮ সালে আন্দোর উপর দায়িত্ব পরে মূর্তিটির পুননির্মাণের। মূর্তিটির স্থানটি মিটিং স্পট হিসাবে বিখ্যাত এবং বিদেশী পর্যটকদের মধ্যে জনপ্রিয়।
গত জুলাইয়ে আন্দোওকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেন তিনি।
হাচিকো নামের কুকুরটির মৃত্যু হয় ১৯৩৫ সালের ৮ই মার্চ। শিবুয়া রেলস্টেশনের পাশেই ওকে মৃত অবস্থায় পাওয়া যায় এক সকালে। ওকে দাহ করে ভস্মগুলো দাফন করা হয় উয়েনোর কবরের পাশেই। হাচিকো চিরনিদ্রায় শায়িত হয়েছে তার মনিবের পাশেই, যার অপেক্ষায় সে কাটিয়েছিল দশটি বছর। হাচিকোর শরীরের লোমগুলো সংরক্ষিত আছে জাপানের ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে।