ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং বিমান ১৫৭ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের খবর পাওয়া গেছে।
রোববার ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়।
আলজাজিরা জানায়, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে সকালে বোয়িং-৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।
প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয়ের টুইটারে বলা হয়, “নিয়মিত ফ্লাইটে কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, ইথিওপিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়।”
ইথিওপিয়ান এয়ারলাইনসের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত বিমানে ১৪৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, সকাল ৮টা ৪৪ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের কোনো সংখ্যা তিনি জানাননি।