জাপানে নতুন যুগের নামকরণ করেছে। আগামী ১ মে থেকে ‘রেইওয়া’ নামের এই যুগের সূচনা হবে বলে জানিয়েছে বিবিসি।
নতুন যুগের সূচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে হেইসেই যুগের। এপ্রিল মাসের শেষ দিনে সম্রাট আকিহিতোর ৩০ বছর ধরে সম্রাটের দায়িত্ব পালনের সমাপ্তি হতে যাওয়া যুগের হেইসেই নামকরণ করা হয়েছিল স্থায়ী শান্তির প্রত্যাশার কথা চিন্তা করে।
ক্যাবিনেটের প্রধান সচিব ইয়োশিশিদে সুগা হাতে লেখা লিপিতে ‘রেইওয়া’ যুগের নামকরণের ঘোষণা দেন।
ক্যাবিনেটে প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে জাতিকে নতুন যুগের নামকরণের ব্যাখ্যা দেন। ‘রেই’ ও ‘ওয়া’ দুইটি পৃথক শব্দ যুক্ত করে নতুন এই নামকরণ করা হয়েছে। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘শান্তির সময়’।
জাপানে যুগ বা কালের নামকরণ হয়ে থাকে সম্রাটের শাসনকালকে ঘিরে।
এই ব্যবস্থা প্রাচীনকাল থেকে চলে এলেও আনুষ্ঠানিকভাবে এর প্রচলন খুব বেশি দিন আগে নয়।