রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
এর আগে ব্যক্তিগত ট্রেনে করে তিনি রাশিয়ার উদ্দেশে পিয়ংইয়ং ছাড়েন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
এই প্রথম পুতিনের সঙ্গে বৈঠক বসতে যাচ্ছেন কিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা শীর্ষ আলোচনা ব্যর্থ হওয়ার পর পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন উত্তর কোরীয় নেতা।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, রুশ উপকূলবর্তী শহর ভ্লাদিভস্তকে বৃহস্পতিবার পুতিন-কিম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচনার মূল বিষয় হিসেবে ‘পারমাণবিক সমস্যা’ প্রাধান্য পাবে বলে বলা হয়েছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধে ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর এবার পুতিনের সঙ্গে বৈঠক বসতে যাচ্ছেন কিম।