ইংল্যান্ডে আজ পর্দা উঠবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসরের। লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আসরটি শেষ হবে ১৪ জুলাই। পুরো দেড় মাস ধরে সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে ইংল্যান্ডে। এবার পঞ্চমবারের মতো আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত বসছে ইংল্যান্ডে। বিশ্বের সেরা দশটি দল অংশ নিচ্ছে এই আসরে। খেলা হবে ১১টি ভেন্যুতে।
স্বাগতিক হিসাবে ইংল্যান্ডই এবার অন্যতম ফেভারিট। পারফর্মের দিক থেকেও তারা দুর্দান্ত। বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাটিতে পাকিস্তানকে তারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে শেষ মুহূর্তে হেরে গেলেও আফগানিস্তানের বিপক্ষে বড় জয় তুলে নেয় ইংল্যান্ড। সম্প্রতি ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান এবং পেসার মার্ক উড ছোট ইনজুরিতে আক্রান্ত হলেও উদ্বোধনী ম্যাচ খেলার জন্য তারা ফিট। বিশ্বকাপে ইংল্যান্ড তিনবার রানার্স আপ হলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও এবার শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে। প্রথম প্রস্তুতি ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারায়। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দক্ষিণ আফ্রিকার নামের সাথে ‘চোকার’ তকমাটি লেগে থাকলেও এবার ভালো করার ব্যাপারে আশাবাদী প্রোটিয়ারা। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ অর্জন সেমিফাইনাল।
এবারের আসরে একটু ভিন্নতা রয়েছে। কারণ এবার কোনো গ্রুপ নেই। প্রতিটি দল প্রতিটি দলের মুখোমুখি হবে। অর্থাৎ, সবাই সবার সাথে খেলার সুযোগ পাবে। লিগ পর্বে একটি দল নয়টি করে ম্যাচ খেলবে। তারপর পয়েন্ট টেবিলের সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।