জাপানের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে সরে এসেছে দক্ষিণ কোরিয়া। সিউলের নাটকীয় ইউ টার্নে হাফ ছেড়ে বাঁচল উভয় দেশের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। খবর এএফপি।
দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেয়ায় মধ্যরাতে ওই চুক্তিটি বাতিলের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তের প্রচেষ্টায় চুক্তিটি বহাল রাখার ব্যাপারে রাজি হয় সিউল। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দুই ঘনিষ্ঠ মিত্রের সম্পর্কে টানাপড়েন নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল ওয়াশিংটন।
কিম ইও-গিউন নামে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, জিএসওএমআইএ নামে পরিচিত ওই চুক্তি থেকে সরে আসছে না সিউল। জাপান সরকার তাদের সম্মতির কথা জানিয়েছে। তবে তিনি এও বলেন, যেকোনো সময় বাতিল হতে পারে চুক্তিটি।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, টোকিও, সিউল ও ওয়াশিংটনের মধ্যে এ ত্রিমুখী সমন্বয় ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। দক্ষিণ কোরিয়া কৌশলগত দিক মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি।