২৭ নভেম্বর সকাল ১১.১০ মিনিটে নিপ্পন ফুমে কুমগায়া কারখানায় কংক্রিটের পাইলস উৎপাদনের সময় শহিদুল হক (৫০) নামে এক বাংলাদেশির শ্রমিকের মৃত্যু ঘটে। খবর : ইয়াহু জাপান।
সূত্রমতে জানা যায় , কংক্রিটের পাইলস উৎপাদনের সময় তারই সহকর্মীর ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে। কাজ করার সময় ৫ টন ওজনের একটি কংক্রিটের পাইলস তার উপর পড়ে যায়। এবং তাৎক্ষণিক উদ্ধারের জন্য তার সহকর্মী জরুরি কল করেছিলেন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহিদুল হক সইতমা প্রদেশে কুমগাই নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যমটি ।