ইরাকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলিতে ৪৫ জন নিহত হয়েছে। দেশটির নাজাফ শহরে ইরানি কনস্যুলেটে হামলার জেরে পুলিশের অভিযানে এই ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, নাজাফে ইরানি কনস্যুলেটে জ্বালিয়ে দেয় ইরাকি বিক্ষোভকারীরা। দেশটিতে ইরানি হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের।
এই ঘটনায় ইরান তীব্র নিন্দা জানালে ইরাক সরকার বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করে। এতে নাজাফ শহরেই দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় ১২ জন। বাগদাদে টাইগ্রিস নদীর কাছে বিক্ষোভকারীদের ওপর তাজা বুলেট ছুড়ে পুলিশ, এতে নিহত হয় ৪ জন।
নাসিরিয়া শহরে বড় ধরনের বিক্ষোভ হয়। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৯ জন নিহত হয়। শহরটিতেও পুলিশকে তাজা বুলেট ও টিয়ার গ্যাস ছুড়তে দেখা যায়। এমন পরিস্থিতিতে সেখানে সেনা মোতায়েন করা হলে কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নামে।
+দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে ১ অক্টোবর হাজার হাজার ইরাকি রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। প্রথম দফায় চলা বিক্ষোভে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়। কয়েক দফা বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ৩৫০ জন নিহত হয়েছে।