যুক্তরাজ্যে লন্ডন ব্রিজে হামলায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার ওই হামলায় দুজন পথচারী নিহত হন।
রয়টার্স জানায়, শনিবার আইএসের সংবাদমাধ্যম আমাকের মাধ্যমে জঙ্গি সংগঠনটি এই হামলার দায় স্বীকার করে।
আইএস জানায়, তাদের একজন যোদ্ধা লন্ডন ব্রিজে ছুরি দিয়ে এই হামলা চালায়। তবে এই হামলার পক্ষে কোনো ধরনের প্রমাণ দেয়নি তারা।
জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধরত জোটের দেশগুলোতে প্রতিশোধ নেয়ার আহ্বানে এই হামলা চালানো হয় বলে দাবি করে আইএস।
ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। হামলাকারী উসমান খান পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলে জানা গিয়েছে।
২০১২ সালে একটি সন্ত্রাসী মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছিল লন্ডনের একটি আদালত।
১৯ বছর বয়সে কয়েকজন সঙ্গীর সঙ্গে মিলে লন্ডন স্টক এক্সচেঞ্জে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল উসমান। লন্ডনের তৎকালীন মেয়র বরিস জনসনও তাদের হিটলিস্টে ছিল।
উসমানকে আট বছরের সাজা দেয় আদালত। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পায় সে।