এসএ গেমসের নবম দিনে (৯ ডিসেম্বর) আর্চারির ৪ ইভেন্ট থেকে স্বর্ণ এনেছে বাংলাদেশের আর্চাররা। এ নিয়ে আর্চারির ১০ ইভেন্টের ১০ টিতেই স্বর্ণ পদক পেলো লাল সবুজের আর্চাররা।
দিনের শুরুতেই বাংলাদেশকে নবম দিনের প্রথম স্বর্ণের স্বাদ এনে দেন বাংলাদেশি আর্চার সোমা বিশ্বাস। মেয়েদের কম্পাউন্ড এককে শ্রীলঙ্কার প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণ জিতেন তিনি।
এরপর আর্চারি থেকে দিনের দ্বিতীয় স্বর্ণ এনে দেন মোঃ সোহেল রানা। পুরুষ কম্পাউন্ড এককে প্রতিপক্ষ ভুটনের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতেন তিনি।
এরপরই মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণ জিতে নেন বাংলাদেশের ইতি খাতুন। সর্বশেষ আর্চারির শেষ ইভেন্টে বাংলাদেশকে আর্চারি থেকে দশম স্বর্ণ এনে দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন বাংলাদেশ আনসারের আর্চার রোমান সানা। রিকার্ভ পুরুষ এককের ফাইনালে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা পুরুষ আর্চারের খেতাব ছিনিয়ে নেন তিনি।
এর আগে রবিবার (৮ ডিসেম্বর) আর্চারির ৬ ইভেন্টের ৬ টিতেই স্বর্ণ পদক এনে দেন বাংলাদেশের আর্চাররা। এসএ গেমসে এবারের আসরে এখন পর্যন্ত ১৮ টি স্বর্ণ জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …