চোটের কারণে সাসেক্সের হয়ে আগের ম্যাচে গ্লস্টারশায়ারের সঙ্গে মাঠে নামতে পারেন নি মুস্তাফিজ। তবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি আশা করেছিল বুধবার হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলবেন এই বাঁ-হাতি। কিন্তু কাঁধের পুরনো চোটে এবার কাউন্টি ক্রিকেটে আর খেলা হচ্ছে না কাটার মাস্টারের। যার প্রভাব ও পড়েছে দলটিতে। বুধবারও ‘দ্য ফিজকে’ ছাড়া রয়্যাল লন্ডন কাপে হ্যাম্পশায়ারের বিপক্ষে ৯ রানে হেরেছে সাসেক্স।
হোভের কাউন্টি গ্রাউন্ডে হ্যাম্পশায়ারের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল সাসেক্স। প্রতিপক্ষকে অবশ্য ২৬৮ রানে আটকে রেখেছিল তারা। কিন্তু ব্যাটিংয়ে লড়াই করেও শেষ পর্যন্ত মিলেছে আরেকটি হার। নির্ধারিত ওভারে হ্যাম্পশায়ারের করা ৯ উইকেটে ২৬৮ রানের জবাবে সাসেক্স ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান করে। যে কারণে ৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ দিকে ক্রিস ন্যাস (৬৯*) ও বেন ব্রাউনের (৬২) ব্যাটে জয়ের স্বপ্ন বুনতে থাকে সাসেক্স। কিন্তু শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের জায়গায় ১০ রান নিতে পারায় ৯ রানে হেরে যায় মুস্তাফিজহীন সাসেক্স। এছাড়া সাসেক্সের হয়ে লুক রাইট ৪৫, হ্যারি ফিঞ্চ ১৯ রান করেন। হ্যাম্পশায়ারের হয়ে রায়ান ম্যাকলারেন ৩টি ও বার্ড ওয়েল, গ্রেথ অ্যান্ডু ও লিয়াম ডাউসন নেন ১টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জিমি অ্যাডামসের ৯২, রায়ান ম্যাকলারেনের অপরাজিত ৪৬ ও অ্যাডাম ওয়েটারের ৪২ রানে ভর করে ৯ উইকেটে ২৬৮ রান করে হ্যাম্পশায়ার। মুস্তাফিজহীন সাসেক্সের হয়ে জর্জ গাওটন ৩টি ও ক্রিস জর্ডান নেন ২টি উইকেট।