নতুন বছরে প্রথম ম্যাচেই জয় দিয়ে শুভ সূচনা করে বিবেক স্পোর্টিং ক্লাব।
মিনাতো মরি মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিবেক স্পোটিং ক্লাবের অধিনায়ক শিহাব!প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার রমজান আলী ও ইউসুফ শুরুতে বেশ হাত খুলে ব্যাট করতে থাকেন!
প্রথম ৩ ওভারে রান উঠে ২৪। ৪ বলে ৮ রান করে চতুর্থ ওভারে সাইফুল ইসলাম রনির বলে আউট হন রমজান আলী! এরপর শিহাব ৫,ও ইমন ২ রান করে বিদায় নিলে সোহান সুমন কে নিয়ে দলের হাল ধরেন ইউসুফ । ৮৮ রানের জুটি গড়েন দুজন। তাদের এই জুটিতে বড় স্কোরের এগিয়ে যান বিবেক স্পোটিং ক্লাব, ঝড়ো ব্যাটিং করে অর্ধশতক পূর্ণ করেন ইউসুফ, দলীয় ১২৪ রানে সোহান সুমন(৩০) আউট হন,এরপর শেষ দিকে ঝড় তুললেন হাবিবুর রহমান ৯ বলে ১৮ রানের ইনিংস খেলে ১৫১ লড়াকু পুঁজি এনে দেন দলকে ।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাদা দল! দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে জাবেদ হোসেন এর ব্যাট থেকে। ওপেনার জাহিদ ইকবাল ৩৭ রান করেন! এ ছাড়া আর কেউ বলার মত স্কোর করতে পারিনি, ১২২ রানে সাদা দলের ইনিংস গুটিয়ে যায়। বিবেক স্পোটিং ক্লাবের শিহাব, ইমন ও সোহান সুমন দুইটি করে উইকেট নেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোহান সুমন।
সংক্ষিপ্ত স্কোর ,বিবেক স্পোটিং ক্লাব: ১৫১/৭ ইউসুফ ৫৬* সোহান সুমন ৩০, সাইফুল ইসলাম রনি ৪২/৩, জাহিদ ইকবাল ৩৩/২ সাদা দল: ১২২/৮ জাবেদ হোসেন ৪১ , জাহিদ ইকবাল ৩৭, সোহান সুমন ১৫ /২, শিহাব ২৫/২, ইমন ৩০/২.
ফলাফল: বিবেক স্পোর্টিং ক্লাব ২৯ রানে জয়।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …