তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান তাকে মানহানি করার অভিযোগে করা ২০০০ মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এরদোয়ান প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের বিরুদ্ধে বিপুল পরিমাণ ওই মামলাগুলো করে দেশটির পুলিশ। এরদোয়ান বলেন, ব্যর্থ অভ্যুত্থানের পর গড়ে ওঠা জাতীয় সংহতি থেকে উদ্বুব্ধ হয়ে তিনি মামলাগুলো প্রত্যাহার করে নিচ্ছেন।
একইসাথে তিনি তার সাম্প্রতিক দমনপীড়নের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন, ‘নিজের চরকার তেল দাও’। এর আগে তিনি অভুত্থানের পরিকল্পনাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল জোসেফ ভেটেল মদদ দিয়েছেন বলে অভিযোগ তোলেন। জেনারেল ভেটেল মন্তব্য করেছিলেন সেনা কর্মকর্তাদের জেলে পাঠানোর মাধ্যমে তুরস্ক-আমেরিকান সেনাবাহিনীর সহযোগিতার সম্পর্ক নষ্ট হতে পারে।