জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে আরো ৪১ আরোহীর শরীরে নতুন করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে জাহাজটিতে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। আজ শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
হংকং এর ৮০ বছর বয়স্ক এক যাত্রী প্রথম করোনাভাইরাসে অসুস্থ হয়। তিনি ২০ জানুয়ারি জাহাজটিতে চড়েছিলেন। এরপর সব যাত্রীকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ হাজার ৭ শ ভ্রমণকারীসহ দু সপ্তাহের জন্য এটি ইয়োকোহামা বন্দরে ‘কোয়ারান্টিনেডেট’ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধুমাত্র দ্য ডায়মন্ড প্রিন্সেস ই নয়। দ্য ওয়ার্ল্ড ড্রিম নামের আরও একটি যাত্রীবাহী জাহাজ হংকং এ রাখা হয়েছে ‘কোয়ারান্টিনেডেট’ অবস্থায়। কারণ এই জাহাজটির সাবেক ৮ যাত্রীর মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তবে এটিতে ৩ হাজার ৬ শ যাত্রী থাকলেও কারও ই করোনাভাইরাসের উপস্থিতি নেই বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে।
প্রমোদতরীর রোগীসহ এখন পর্যন্ত জাপানে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ৮৬ জন। নতুন করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে কোনো বিদেশীকে জাপানে প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
এদিকে উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সারাবিশ্বে প্রাণ হারিয়েছেন ছয় শতাধিক মানুষ। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩০ হাজারেরও বেশি। যাদের বেশিরভাগই চীনা নাগরিক। অর্থনৈতিক, পর্যটন, শিক্ষা, চিকিৎসা সব দিকেই বিরূপ প্রভাব ফেলছে এই নতুন করোনাভাইরাস।