জাপানের একটি হাসপাতাল থেকে ছয় হাজার মাস্ক চুরি হয়েছে। হংকংয়ে কয়েকশ টয়লেট টিস্যু প্যাকেট ডাকাতির রেশ কাটতে না কাটতেই জাপানে এ ঘটনা ঘটল। খবর এএফপি ও রয়টার্স।
করোনাভাইরাসের ফলে চীন ছাড়াও জাপানসহ এ অঞ্চলের অনেক দেশেই হঠাৎ করে মাস্কের চাহিদা অনেক বেড়ে গেছে। ব্যাপক চাহিদার ফলে এরই মধ্যে বাজারে সংকট দেখা দিয়েছে এবং দাম বেড়েছে। এমন পরিস্থিতিতেই হাসপাতাল থেকে মাস্ক চুরির ঘটনা ঘটল।
মঙ্গলবার এক হাসপাতাল কর্মকর্তা জানান, পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী কোবের রেড ক্রস হাসপাতালের একটি তালাবদ্ধ মজুদঘর থেকে মাস্কের চারটি বাক্স লাপাত্তা হয়ে গেছে।
ওই কর্মকর্তা বলেন, আমাদের কাছে এখনো প্রচুর পরিমাণে মাস্ক রয়েছে। হাসপাতালের দৈনন্দিন কার্যকলাপ চালিয়ে নিতে তা পর্যাপ্ত। তবে যে ঘটনা ঘটেছে, তা খুবই দুঃখজনক।
এর আগে সম্প্রতি হংকংয়ে একটি ডাকাত দল শত শত টয়লেট টিস্যুর রোল লুট করে নেয়।
মূলত করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আতঙ্কগ্রস্ত হয়ে মানুষের এ-জাতীয় সামগ্রী অতিরিক্ত কেনাকাটার ফলেই এমন সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।