চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে নভেল করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিনের (সংক্রমণের ঝুঁকি থেকে বিচ্ছিন্ন করে রাখা) জন্য ব্যবহৃত হোটেল ধসে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ৭০ জন আটকা পড়ার পর ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা তথা চীনের স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে দশটায় ভবনটি ধসে যায়।
চীনের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে বলা হয়েছে, চার জন মারা যাওয়ার পাশাপাশি আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
হোটেলটি ২০১৮ সালে চালু হয়েছিল। কক্ষ ছিল ৮০টি।
অনেক মানুষকে পৃথক করার কারণে দুই সপ্তাহ ধরে নতুন সংক্রমণ কমে আসছিল চীনে। কিন্তু এখন এভাবে ভবন ধস দেশটিকে আরও বিপদে ফেলতে পারে। ওই এলাকায় নতুন করে কভিড-১৯ ছড়িয়ে পারতে বলে শঙ্কা করা হচ্ছে।
এই ভবনে যাদের রাখা হয়েছিল, তাদের মধ্যে ঠিক কত জনের শরীরে ভাইরাসটি ছিল তা এখনো জানা যায়নি।