করোনাভাইরাস ‘কোভিড-১৯’ ইস্যুতে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে টোকিও বাংলাদেশ দূতাবাস। সোমবার টোকিও বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, জাপানে অবস্থানরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে আয়োজিতব্য অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
এদিকে করোনাভাইরাসের প্রভাবে দেশে বঙ্গবন্ধুর শতবার্ষিকীর অনুষ্ঠান ভিন্ন আঙ্গিকে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে প্রযুক্তিনির্ভর অনুষ্ঠানের দিকে জোর দেবে সরকার।
চীনের উহানে শুরু হওয়া কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের কয়েকটি দেশ জরুরি অবস্থা জারি করেছে।
গতকাল দেশে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার ঘোষণা এসেছে। এর আগে ভারত ও পাকিস্তানেও করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম।