Breaking News

করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা

বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগকে ‘বৈশ্বিক মহামারি’ (Pandemic) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশে দ্রুত গতিতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়াকে ‘আতঙ্কজনক’ অভিহিত করে এই ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রধান ড. টেডরস আধানক গেব্রেয়েসুস।
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের অব্যাহত সংক্রমণের মুখে বুধবার (১১ মার্চ) এ ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সংস্থা। তবে এর জন্য করোনাভাইরাস সংক্রান্ত সংস্থাটির আগে থেকেই জারি করা সতর্কতামূলক পরমর্শগুলোই অনুসরণ করতে বলা হয়েছে। বিবিসি
ড. টেডরস বলেন, চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গত দুই সপ্তাহে বেড়ে ১৩ গুণ হয়েছে। এর সংক্রমিত হওয়ার হার অত্যন্ত আতঙ্কিত হওয়ার মতো এবং বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগজনক।

বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন, এই ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে বিশ্বের সব দেশের সরকারকে জরুরিভিত্তিতে আগ্রাসী পদক্ষেপ নিতে হবে। কিছু কিছু দেশ এমন নজির স্থাপন করেছে যে এই ভাইরাসকে দমন ও নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্য যেসব দেশকে এখন এই ভাইরাস মোকাবিলা করতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও এটি এখন চ্যালেঞ্জ যে তারা একই ধরনের পদ্ধতি অবলম্বন করে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে কি না।

ড. টেডরস আরও বলেন, বিভিন্ন দেশের সরকারকে জনস্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি এই ভাইরাসের মোকাবিলায় শক্তি প্রয়োগ ও মানুষের জীবনের প্রতি শ্রদ্ধার মধ্যে সমন্বয় করতে হবে। আমাদের সবাইকে এক হয়ে শান্ত থেকে সঠিক কাজটি করতে হবে এবং বিশ্বব্যাপী নাগরিকদের সুরক্ষা দিতে হবে। এটা সম্ভব।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *