বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে ২৪ ঘণ্টায় সমগ্র ইউরোপে অন্তত ৫০৮ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে, এই মহাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগে, কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৬৮, স্পেনে ৯৭, ফ্রান্সে ২৯, যুক্তরাজ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, এই চার দেশে করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত মোট ২২৫২ জনের মৃত্যু হলো।
এদিকে, ইউরোপজুড়ে সাধারণ জনগণের চলাফেরার ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জার্মানির সীমান্তগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, যেনো করোনাভাইরাস নিয়ে কেউ তাদের দশের অভ্যন্তরে ঢুকে না পড়তে পারে সেই লক্ষ্যে কাজ করছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক ও লুক্সেমবার্গ। স্পেনের সঙ্গে সীমান্ত কঠোর সীমান্ত বন্ধ করে দিয়েছে পর্তুগাল।
অন্যদিকে, চেক প্রজাতন্ত্রে নাগরিকদের এক রকম ‘লকডডাউন’ করে রাখা হয়েছে। তারা শুধুমাত্র কর্মক্ষেত্রে যাওয়া আসা করতে পারছেন এবং জরুরি খাবার ও ওষুধ কিনতে বের হতে পারছেন। রোববার (১৫ মার্চ) মধ্যরাত থেকে মার্চের ২৪ তারিখ পর্যন্ত এই নির্দেশনা পালনীয় বলে উল্লেখ করা হয়েছে। অস্ট্রিয়ায় সোমবার (১৬ মার্চ) থেকে একসঙ্গে পাঁচজনের অধিক সমাগমের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আয়ারল্যান্ডে মার্চের ২৯ তারিখ পর্যন্ত বারগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরোপের অনেক দেশেই জরুরিভাবে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাচ্ছে, চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগটির বর্তমান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইউরোপ।
প্রসঙ্গত, সোমবার (১৬ মার্চ) নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৫৭৭ জন, মৃত্যু হয়েছে ছয় হাজার ৫১৬ জনের, সেরে উঠে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৭৭ হাজার ৭৬৪ জন।