করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক চাপে পড়ে ১৮০ জন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে দ্য গার্ডিয়ান।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যমটি নিজেই এ খবর দিয়েছে।
মহামারিতে বিশ্বজুড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সংবাদমাধ্যমগুলোও। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ভারতসহ অনেক দেশেই শীর্ষ সংবাদমাধ্যমগুলোতে ছাঁটাইয়ের শিকার হয়েছেন কর্মীরা।
একইভাবে কর্মী কমিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে গার্ডিয়ানও। ছাঁটাই করা হতে পারে ১৮০ জন কর্মীকে।
সম্পাদকীয়, বিজ্ঞাপণ ও বাণিজ্য বিভাগ থেকে এসব কর্মী ছাঁটাই হবে বলে গার্ডিয়ান জানায়।
বিজ্ঞাপন, বাণিজ্যসহ অন্যান্য দায়িত্বের ১১০ জনকে ছাঁটাই করা হবে। সম্পাদকীয় বিভাগ থেকে বাদ দেয়া হতে পারে ৭০ জনকে।
ব্রিটিশ পত্রিকাটির এডিটর ইন চিফ ক্যাথেরিন ভিনার এবং মিডিয়া গ্রুপের চিফ এক্সিকিউটিভ এক যৌথ বিবৃতিতে জানান, মহামারি পরিস্থিতি গার্ডিয়ানে অস্থিতিশীল আর্থিক ক্ষতি সৃষ্টি করেছে। এই বছরের বাজেটের প্রত্যাশার চেয়ে আড়াই কোটি পাউন্ডের বেশি অর্থ কম আয় হবে।
ফলে গার্ডিয়ানের আসন্ন অপ্রত্যাশিত বার্ষিক ক্ষতি পুষিয়ে নিতে কর্মী ছাঁটাইয়ের এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে তারা জানান।