নোমান সৈয়দ/গুম্মা
১৯৪০ সালে গ্রীষ্মে টোকিও অলিম্পিক ও শীতে সাপ্পোরো অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২য় বিশ্ব যুদ্ধের কারণে অনুষ্টিত হতে পারেনি। এরপর ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আগ্রাসনের কারনে জাপান সহ মোট ৬৬ টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুরো গেমস বর্জন করেছিলো। এরপর ২০২০ টোকিও অলিম্পিক। সব কিছু ঠি ক থাকলে আজ ২৪ জুলাই শুক্রবার উদ্বোধন হওয়ার কথা ছিল। পুরো জাপান প্রস্তুতি নিয়েছিল বিশ্ববাসীকে অসাধারন একটি অলিম্পিক উপহার দেওয়ার। ভাগ্যর নির্মম পরিহাস চোখে দেখা যায়না এমনি একটি ছোট্ট ভাইরাস কেড়ে নিলো ৬ বছর ধরে অধীর আগ্রহে থাকা আমাদের ‘টোকিও অলিম্পিক ২০২০। সব কিছু স্বাভাবিক থাকলে আজ আমাদের চারি পাশে আনন্দের বন্যা বয়ে যেত।প্রার্থনা করি ক্ষুদ্র ভাইরাসকে জয় করে ২০২১ সালের ২৩ জুলাই আমাদের অপেক্ষার পালা শেষ হবে । সব বাধাঁ জয় করে টোকিও অলিম্পিকের উদ্বোধন হবে। আধুনিক অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নির্ধারিত সূচি অনুযায়ী না হয়ে পিছিয়ে গেল অলিম্পিক গেমস। এর আগে বিশ্বযুদ্ধের কারণে তিনবার গেমস বাতিল হয়েছে- ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে। এছাড়া রাজনৈতিক কারণে ১৯৮০ ও ১৯৮৪ অলিম্পিক বয়কট করেছিল অনেক দেশ। সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল ১৯৭২ অলিম্পিক। কিন্তু কোনো অলিম্পিক গেমস স্থগিত হওয়ার ঘটনা এই প্রথম।(১৯৬৪ সালে এশিয়ার প্রথম দেশ হিসাবেযুদ্ধ বিধ্বস্ত জাপান অলিম্পিকের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল)
নোমান সৈয়দ২৪ জুলাই ২০২০
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …