কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা’র সঙ্গে কথা বলার জেরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি মো. রায়হান কবীরকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদের বরাতে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় তাকে মালয়েশিয়ার পুলিশ গ্রেফতার করে।
এর আগে, জুলাইয়ের তিন তারিখ আল জাজিরা’র ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন ১০১ ইস্ট’ নামে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে লকডাউন চলাকালে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের ওপর সরকারের নিপীড়নমূলক আচরনের তথ্য তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে মালয়েশিয়া প্রবাসী মো. রায়হান কবীর বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে মালয়েশিয়া সরকারের বৈরী আচরনের প্রতিবাদ জানান। তারপরই, মালয়েশিয়া সরকার রায়হান কবীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এদিকে, জুলাইয়ের ৯ তারিখ প্রকাশিত এক ভিডিওবার্তায় রায়হান বলেছেন, যে কোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন। কারন তাকে মালয়েশিয়া সরকার মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছে।
তিনি বলেন, মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিলো করোনাকালে অবৈধ হয়ে পড়া কোনো শ্রমিককে হয়রানি করা হবে না। তা সত্ত্বেও, মে মাসে পাঁচ শ্রমিককে গ্রেফতার করা হয়। এ বিষয়টিই তিনি আল জাজিরাকে বলেছেন। সেখানে তিনি অন্যায় কিছু করেননি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সহযোগীতা চেয়েছেন।