ইউরোপের দেশগুলোতে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ইতালিতেও ফের হানা দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে একদিনে নতুন করে ৬২৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি।
এক বিবৃতিতে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দেশের পর্যটক ও যারা ছুটি কাটানোর জন্য বিভিন্ন দেশে গিয়েছিলেন তারা ইতালিতে ফেরার পরই নতুন করে এই সংক্রমণ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা ।
এর আগে, গত ২৩ মে ইতালিতে একদিনে সর্বোচ্চ ৬৬৯ জন আক্রান্ত হয়েছিলো। এরপর থেকে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে। আক্রান্তের সংখ্যা কমে ২০০ এর নিচেও নেমেছিলো। কয়েক সপ্তাহ আগেও ইতালিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০০ এর মধ্যে। তবে গত কয়েকদিন ধরে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪৩৮ জন। মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৩৯২ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩ হাজার ৬৪০ জন।