গত জুলাইয়ে জাপানের বেকারত্ব হার বেড়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি কমেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো।
জাপানের ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস মন্ত্রণালয় জানায়, গত জুলাইয়ে জাপানের সমন্বিত বেকারত্ব হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯ শতাংশ, যা জুনের ২ দশমিক ৮ শতাংশ থেকে বেশি। টানা সাত মাসের মতো নতুন আবেদনকারীর বিপরীতে কর্মসংস্থানের হার কমেছে। গত জুনে কর্মসংস্থানের বিপরীতে আবেদনকারীর হার ছিল ১ দশমিক ১১। সেখানে গত জুলাইয়ে এ হার দাঁড়ায় ১ দশমিক শূন্য ৮ শতাংশ।
গত আগস্টে জাপানের কারখানা কার্যক্রম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংকুচিত হয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে এপ্রিল থেকে জুন প্রান্তিকে রেকর্ড শ্লথগতির পর চলতি প্রান্তিকে জাপানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে।