করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি ভালো আছেন। তবে একইসঙ্গে তিনি বলেছেন, আগামী কয়েক দিন হবে তার জন্য ‘সত্যিকারের পরীক্ষা’। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন বলেও জানিয়েছেন তিনি। গত শনিবার রাতে হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ট্রাম্প। খবর: বিবিসি।
এর আগে তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের কথা শোনা যায়। গত শুক্রবার টুইট বার্তায় ট্রাম্প জানান, তার ও তার স্ত্রীর কভিড-১৯ শনাক্ত হয়েছে। কভিড পরীক্ষার পর তার উন্নতি হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্টের চিকিৎসকও। করোনায় আক্রান্ত হওয়ার পর ওয়াশিংটনের সামরিক হাসপাতালে টানা দুই রাত ধরে হাসপাতালে আছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি বলেন, এখন পর্যন্ত ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি এবং অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। তবে চিকিৎসকের এ বক্তব্যের কিছুক্ষণ পরই ওয়াল্টার রিড হাসপাতাল প্রাঙ্গণে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস সাংবাদিকদের বলেন, গত ২৪ ঘণ্টা প্রেসিডেন্টের অবস্থা খুবই উদ্বেগজনক ছিল। পরবর্তী ৪৮ ঘণ্টা তার চিকিৎসার জন্য আরও গুরুত্বপূর্ণ হবে। এখনও তিনি পুরোপুরি সুস্থতার পথে নেই।
ট্রাম্পের চিকিৎসা চলছে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। শনিবার রাতে ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, ‘এখানে যখন এসেছিলাম তখন ভালো বোধ করছিলাম না, কিন্তু এখন আমার অবস্থা বেশ ভালো। সামনের দিনগুলোই হবে আসল পরীক্ষা, আমি আগামী দুই দিনে কী হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছি।’ তিনি তার নির্বাচনী প্রচারণায় ফিরতে চাইছেন বলে জানিয়েছেন।