করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কভিড-১৯-এর টিকা ক্রয়, বিতরণ, পরীক্ষা ও চিকিৎসা করতে উন্নয়নশীল দেশগুলোকে এক হাজার ২০০ কোটি ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। খবর: সিনহুয়া।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বেও প্রায় ১০০ কোটি মানুষকে টিকা প্রদানে সহায়তার উদ্দেশ্যে এ অর্থ অনুমোদন করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০২১ সালের জুন নাগাদ বিশ্বব্যাংক ১৬০ বিলিয়ন ডলার সহায়তার যে প্যাকেজ হাতে নিয়েছে, অনুমোদিত এ অর্থ তার একটি অংশ।
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, ‘কভিড-১৯ মোকাবিলায় আমরা আমাদের জরুরি সহায়তার প্রয়াস আরও বিস্তৃত ও সম্প্রসারিত করছি, যাতে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সম-অধিকার প্রতিষ্ঠিত হয়।’ তিনি বলেন, ‘নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া এবং শক্তিশালী সরবরাহ পদ্ধতি করোনা মহামারির গতিপথ পাল্টানোর জন্য গুরুত্বপূর্ণ। করোনার কারণে যেসব দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে, তাদের জন্য এ অর্থ সহায়ক হবে।’
বিশ্বব্যাংকের এ অর্থ ভ্যাকসিন গবেষণা ও ফার্মাসিউটিক্যাল শিল্পের বিকাশে সাহায্য করবে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোয় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় গণহারে ভ্যাকসিন বিতরণের প্রস্তুতিতেও সহায়তা করবে। এছাড়া করোনা পরীক্ষা, চিকিৎসা ও ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সাহায্য করবে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনও (আইএফসি) করোনা ভ্যাকসিন প্রস্তুত করতে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা তিন কোটি ৮০ লাখ ছাড়িয়েছে এবং এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখের বেশি মানুষ।