ভারতীয় লেখিকা ও বুদ্ধিজীবী অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনাটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল। ছবি মেলার পক্ষ থেকে সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুষ্ঠানটির জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে অনুষ্ঠানটি না হওয়ার সিদ্ধান্তে কর্তৃপক্ষ আন্তরিক দুঃখিত।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, “বিভিন্ন কারণে এ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।”
কোনো কারণ উল্লেখ করে আরও বলেন, “অরুন্ধতী রায়কে নিয়ে কোনো সমস্যা নেই। আয়োজকদের সমস্যার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।”
এশিয়ার মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলায় অংশ নিতে ঢাকায় আসেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। অনুষ্ঠানটি প্রথমে হওয়ার কথা ছিল ছায়ানটে। দর্শকদের চাপের কথা ভেবে সোমবার ভেন্যু পরিবর্তন করে কৃষিবিদ ইনস্টিটিউটে নেওয়ার কথা জানানো হয়।
ঢাকার ধানমন্ডির একাধিক ভেন্যুতে চলছে ‘ছবি মেলা’। এবারের আয়োজনে রয়েছে ২১টি দেশের ৪৪জন শিল্পীর কাজ নিয়ে ৩৩টি প্রদর্শনী। এ ছাড়া বিশ্বজুড়ে থাকা বিশিষ্ট আলোকচিত্র অনুশীলনকারীদের নিয়ে বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে রয়েছে ৮টি কর্মশালা। বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।