ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে সন্ত্রাসী হামলায় বাতিল হয়ে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ও বাংলাদেশ সময় ভোর ৫টায় দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।
এর আগে সংবাদমাধ্যমকে টাইগার দলের ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছিলেন, শনিবার (১৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) রওনা দেবে বাংলাদেশ দল। সিঙ্গাপুর এয়ারলাইনসে করে রাত ১০টা ৪০ মিনিটে হযতে শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে ক্রিকেট দল।
আর বিসিবির দেওয়া তথ্যমতে, ১৫ ক্রিকেটারসহ ১৯ সদস্যের বাংলাদেশ দল ঢাকা ফিরবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের একটি ছবি পোস্ট করে সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্ ইনশাল্লাহ শেষমেশ আমরা দেশে ফিরছি।’
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজে দেখা একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায় ঢাকার উদ্দেশ্যে ফিরতে ক্রাইস্টচার্চ এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ দল।