বিদেশে অর্থ পাচার মামলায় দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা জমা দিতে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ গোয়েন্দা শাখাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সোহেল আহম্মেদের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালত বলেন, অর্থ পাচার মামলার শুনানির জন্য দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন।
এর আগেও অর্থ পাচারকারীদের তালিকা জমা দেওয়া আদেশ দেন হাইকোর্ট। তবে তালিকাটি সুনির্দিষ্ট না হওয়ায় দুদকসহ সরকারের ৫ সংস্থাকে আবার এ বিষয়ে সুনির্দিষ্ট তালিকা জমা দেওয়ার আদেশ দেন আদালত।