বাংলাদেশেও হানা দিলো প্রাণঘাতি নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত তিনজনকে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছর। আজ রবিবার (৮ মার্চ) বিকেলে আইইডিসিআর পরিচালক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্তদের মধ্যে দুজন একই পরিবারের এবং তারা ইতালি ফেরত।
রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে আইইডিসিআরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আক্রান্তদের মধ্যে একজন নারী, দু’জন পুরুষ। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি আইইডিসিআর পরিচালক।
ডা. ফ্লোরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিন জনের বাইরে আরও তিন জনকে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত ও কোয়ারেনটাইনে রাখা ব্যক্তিদের সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে।
আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি প্রবাসী দুই ব্যক্তি দেশে আসার পর তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায়। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও বলেন, গতকালই (শনিবার, ৭ মার্চ) আমরা আক্রান্ত ব্যক্তিদের কন্টাক্ট ট্রেসিং (আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা) করেছি। তাদের রক্তের নমুনাও পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্য থেকে আরও একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।