আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ায় টিম টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষ হওয়ার পরপরই এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান তিনি। ক্রিকেটাররা ছাড়াও কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। খবর বাসস।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পুরো দেশ আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্যে গর্বিত।
ক্রিকেটের প্রতি বর্তমান সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা এবং নিরন্তন সমর্থনে এই সফল ফলাফল বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী।
সপ্তম অভিযানে ফাইনাল দুঃস্বপ্ন ঘোচাল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রফি নিজেদের করে নিল মাশরাফি মর্তুজার দল। গতকাল ডাবলিনের ম্যালাহাইডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) পদ্ধতিতে ২৪ ওভারে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ২১০ রান। শুরুতে সৌম্য সরকার (৪১ বলে ৬৬) ও শেষ দিকে মোসাদ্দেক হোসেন (২৪ বলে ৫২*) ঝড় তুলে শাপমোচন করলেন অধরা শিরোপার। সাত বল হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল টিম টাইগার্স।