জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ মে জাপান দিয়ে প্রধানমন্ত্রী তার সফর শুরু করবেন। প্রধানমন্ত্রীর জাপান সফরকালে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স) সহযোগিতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর জাপানে এটাই প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের বিখ্যাত গণমাধ্যম ‘নিক্কেই’র উদ্যোগে আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও বৈঠক করবেন। এ সময় দুদেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম ওডিএ সহযোগিতা চুক্তি সই হবে। এ অর্থ দিয়ে মহেশখালীর মাতারবাড়ীতে বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, মাস র্যাপিড ট্রানজিটসহ (এমআরটি) মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।