ইতালিতে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে রবিবার একদিনেই মারা গেছে ১৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬৬ জনে।
ইতালির সরকারি সুরক্ষা সংস্থার বরাত দিয়ে বিবিসি বাংলা এ হালনাগাদ তথ্য জানিয়েছে।
ইতালি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫৮৮৩ থেকে বেড়ে ৭৩৭৫ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লাখ লাখ মানুষ স্বাস্থ্য বিষয়ক সতর্কতা গ্রহণের মধ্যেই প্রাণহানি ও আক্রান্তের এই সংখ্যা বাড়লো।
নতুন জারি করা কোয়ারেন্টাইন নিয়ম অনুযায়ী ১৪টি প্রদেশের এক কোটি ৬০ লাখ মানুষকে ভ্রমণ করতে হলে বিশেষ অনুমতি লাগবে। দেশজুড়ে সব ধরনের স্কুল, ব্যায়ামাগার, জাদুঘর, নাইটক্লাব এবং অন্যান্য জনসমাগম স্থান বন্ধ ঘোষণা করেছেন। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এদিকে চীনে রবিবার নতুন করে মাত্র ৪০ জন আক্রান্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৪ জন। এ নিয়ে চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ জনে দাঁড়িয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আরও জানায়, দেশটিতে রবিবার ২২ জনের মৃত্যু হয়েছে। মৃত একজন ছাড়া সবাই হুবেই প্রদেশের। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে।
ইরানে করোনাভাইরাসে নতুন করে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৯৪ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা, পার্লামেন্ট সদস্যও রয়েছেন।