চীনের পর যে দেশের লোকজন করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে সেটি ইতালি। সোমবার সেখানে ৯৭ জন মারা যাওয়ার পর গোটা দেশকেই রেড জোন হিসাবে ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী। অর্থাৎ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছে না সেখানকার লোকজন।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, ইতালিতে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজারের বেশি মানুষ। আর সবমিলিয়ে মারা গেছে ৪৬৩ জন।
এই ভাইরাসের কারণে কার্যত অচল হয়ে পড়েছে ইউরোপের এই দেশটি। করোনা ভাইরাস মোকাবিলায় বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইট ক্লাবসহ বিভিন্ন ভেন্যু। ফলে স্থবির হয়ে গেছে প্রত্যাহিক জীবনের কোলাহল। দেশজুড়ে যেন বিরাজ করছে কবরের নিস্তব্ধতা।
এই ভাইরাসের কারণে কার্যত অচল হয়ে পড়েছে ইউরোপের এই দেশটি। করোনা ভাইরাস মোকাবিলায় বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইট ক্লাবসহ বিভিন্ন ভেন্যু।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একটি ডিক্রি জারি করে পুরো ইতালিকে রেড জোনের আওতায় আনার ঘোষণা দেন। এই ঘোষণার ফলে ৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত আস্ত দেশটিই কোয়ারেন্টাইনে পরিণত হলো।