নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) ইতালিতে শেষ ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। ইতালিয়ান সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে কভিড-১৯ ছড়িয়ে পড়ার পর একদিনে এত মৃত্যু আগে হয়নি।
চীনের যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছাড়িয়ে পড়েছিল, সেখানে দিনে দিনে আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা কমে আসছে। গতকাল ১১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজন হুবেই প্রদেশের। যে ১৩ জন মারা গেছেন তারাও সবাই হুবেইর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সর্বশেষ খবরে জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পৃথিবীজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৪ হাজার ৯৫৫ জন।
হুর বাইরে বিভিন্ন দেশের সূত্র উল্লেখ করে জন হপকিন্স ইউনিভার্সিটির ডেটায় বলা হয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ৪০০ জন।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।
শুরুতে জ্বর হয়, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।
সুস্থ থাকতে যতবার পারা যায় হাত ধুতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করা যেতে পারে। মাস্কের অবশ্য বাধ্যবাধকতা নেই। ডাক্তাররা বলছেন, আক্রান্ত রোগী এবং তার যারা সেবা করছেন তাদেরই মূলত মাস্ক ব্যবহার করা উচিত।