চীনে করোনাভাইরাসে বৃহস্পতিবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার এক জরুরি বৈঠকের পর সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি ও আলজাজিরা।
ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আদানম গেব্রেয়েসুস বলেছেন, ‘চীনে কী ঘটছে সেজন্য এই ঘোষণা দেওয়া হয়নি, বরং অন্য দেশগুলোতে কী ঘটছে সেজন্য এই ঘোষণা দেওয়া।’
ডব্লিউএইচও জানিয়েছে, স্বাস্থ্যসেবায় দুর্বল দেশগুলোতে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে ১৮টি দেশে ৯৮ জন করানোভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে তিব্বতসহ চীনের মূল ভূখণ্ডের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনোভাইরাস। এই ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্র উহান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।
করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। আক্রান্তদের মধ্যে যাদের হালকা লক্ষণ থাকে, তারা সেরে উঠতে পারেন।
তবে এটি কঠিন শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ সৃষ্টি করলে মৃত্যু হতে পারে। দেখা গেছে, মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত বা অন্যান্য জটিলতা ছিল।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …