ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হলো। তিনি হংকংয়ের বাসিন্দা।
মঙ্গলবার মারা যাওয়া ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি হুবেই প্রদেশের উহান শহর থেকে দেশে ফেরেন। চীনের শহরটি থেকেই এই ভাইরাসের উৎপত্তি। আলজাজিরা ।
এর আগে চীনের বাইরে ভাইরাসটিতে মারা যায় এক ফিলিপাইনি নাগরিক। শনিবার মারা যাওয়া ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি কিছুদিন আগে তিনি উহান থেকে দেশে ফিরেছিলেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনে মহামারি আকার ধারণ করা ভাইরাসটির প্রভাব ঠেকাতে দেশটির সরকারের পদক্ষেপ পর্যাপ্ত ছিল না বলে স্বীকার করেছেন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতাদের কমিটি।
সোমবার পর্যন্ত ৪২৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২০ হাজার লোক। প্রতিদিনই নতুন করে ৩০০০ জন আক্রান্ত হচ্ছে।
দেশটিতে সোমবারই নতুন করে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে চায়না ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে। সবাই হুবেই প্রদেশের বাসিন্দা যেখান থেকে ভাইরাসটি ছড়িয়েছে।
চীনের বাইরে অন্যান্য দেশে ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।