রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড-১৯ ইউনিটে দায়িত্বরত চিকিৎসকদের নকল এন-৯৫ মাস্ক দেওয়ার অভিযোগ উঠেছে। আসল এন-৯৫ মাস্ক দেওয়ার পরিবর্তে লেভেলে ভুল বানানে ভরা নকল এন-৯৫ মাস্ক পরপর দুইবার সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন চিকিৎসকরা। তবে এই অভিযোগের বিষয়ে বিএসএমএমইউর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক জানান, ২৪ জুন থেকে শুরু হওয়া কোভিড-১৯ ইউনিটের সেবাদানকারীদের জন্য এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। সেখানে স্বাস্থ্যসেবাদানকারী চিকিৎসকদের নিরাপত্তা সুরক্ষা সামগ্রী হিসেবে এন-৯৫ মাস্কসহ অন্যান্য মানসম্পন্ন সুরক্ষা সামগ্রীও দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। এরপর ৪ জুলাই বিএসএমএমইউতে কোভিড-১৯ চিকিৎসা দেওয়া শুরু হয়।
নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসকরা বলেন, “আমাদের দায়িত্ব পালনের সময় সাতদিনের জন্য সাধারণত একসঙ্গে পাঁচটি মাস্ক দেওয়া হয়ে থাকে। এ দিন যে মাস্কগুলো দেওয়া হয় তাতে মাস্কের গায়ে লেখা দেখেই আসলে সন্দেহ হয়। সেখানে মাস্কের গায়ে লেখা ছিল, ‘This respirator helps Protecs agaInst cortein Panrticles. Misuse may result insickness ordeath. For proper use see supervisor orbox or can 3M’. এখানে চারটি ভুল ইংরেজি শব্দ ছিল যেখানে againstকে লেখা হয়েছে agalnst, certain কে লেখা হয়েছে cortein, particles কে লেখা হয়েছে Panrticles এবং call কে লেখা হয়েছে can। এছাড়াও in sickness কে লেখা হয়েছে insickness, or death কে লেখা হয়েছে ordeath এবং or box কে লেখা হয়েছে orbox।”
অথচ আমেরিকার তৈরি থ্রি-এম কোম্পানির গায়ে পরিস্কার ভাবে লট নম্বর উল্লেখ করাসহ লেখা থাকে, ‘This respirator helps protect against certain particles. Misuse may result in sickness or death. For proper use, see supervisor or box or call 3M.’ এছাড়াও এই মাস্কের যেখানে লট নম্বর লেখা ছিল সেখানে থ্রিএম কোম্পানির লট নম্বর লেখা থাকে না।
চিকিৎসকরা বলেন, ‘প্রথমবার মাস্ক পাওয়ার পরে সন্দেহ হলে এর প্রতিবাদ করা হয়। পরবর্তীতে আবার একটি মাস্ক সরবরাহ করা হয়। এসময়েও দেখা যায় যে মাস্ক দেওয়া হয়েছে সেটিও মানসম্মত ছিল না। প্রথমবার কর্তৃপক্ষকে জানানোর পরে তারা নকল মাস্কগুলো বদলে দেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় যেটি দেওয়া হয় সেটিও দেখা যায় নকল।’
উল্লেখ্য, দেশে নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে মার্চ মাসে সর্বপ্রথম কেন্দ্রীয় ঔষধাগার থেকে সরবরাহ করা এন ৯৫ মাস্ক এবং অন্যান্য সুরক্ষা সামগ্রীর নিয়ে প্রশ্ন ওঠে। এই মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় বদলি করা হয় খুলনা মেডিকেল কলেজের পরিচালককে। এর পর এপ্রিল মাসে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জেএমআই নামক প্রতিষ্ঠানের সরবরাহ করা এন-৯৫ মাস্ক নিয়ে লিখিত অভিযোগ করা হয়। পরবর্তীতে সেই হাসপাতালের পরিচালককেও ওএসডি করা হয়। এ বিষয়ে একটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হলেও তার রিপোর্ট এখনো প্রকাশিত হয় নি। এ বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশনও (দুদক)।