রাশিয়ার সঙ্গে তাদের করোনাভাইরাসের টিকা নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তৃতীয় ধাপের পরীক্ষার আগেই গত সপ্তাহে রাশিয়ার অনুমোদন দেওয়া টিকাটি কীভাবে মূল্যায়ন করা হবে, তা নিয়ে কথা বলেছে সংস্থাটির ইউরোপ অফিস।
কোপেনহেগেন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিসের জরুরি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, রুশ দলের সঙ্গে ডব্লিউএইচও কর্মকর্তারা সরাসরি আলোচনা করেছেন। সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যানস ক্লুগ বলেন, ‘যেকোনো সম্ভাব্য টিকাই ভালো খবর। তবে আমাদের একই রকম কঠোর মূল্যায়ন পদ্ধতির মধ্য দিয়েই যেতে হবে।’
স্মলউড বলেন, ‘আমরা টিকার নিরাপত্তা ও কার্যকারিতার কথা বলছি। এটা কেবল রাশিয়ার টিকা নিয়েই নয়, বর্তমানে উন্নয়ন পর্যায়ে থাকা সব টিকার জন্যই তা প্রযোজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দ্রুত টিকা আনার জন্য কর্মসূচি নেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে নিরাপত্তা বা কার্যকারিতায় ছাড় দেওয়া হবে না।’
হ্যানস সতর্ক করেছেন, ‘একবার টিকা অনুমোদন পাওয়া মানেই মহামারির সমাপ্তি নয়। মহামারি সেদিনই শেষ হবে, যখন সবাই দায়িত্বপূর্ণ আচরণ করতে শিখবে এবং ভাইরাসের বিরুদ্ধে কীভাবে চলতে হবে, তা রপ্ত করতে পারবে। এটি পুরোপুরি আমাদের ওপর নির্ভর করছে। দিনটি আগামীকালও হতে পারে।’