যুক্তরাষ্ট্রের মডার্নার পর নিজেদের ভ্যাকসিনের প্রথম ধাপের ট্রায়ালে সফল হওয়ার কথা জানালো ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটি বলছে, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে তাদের প্রতিষেধকটি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ‘ডাবল সুরক্ষা’ দিতে পারে।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অক্সফোর্ড তাদের প্রথম ধাপের ট্রায়ালের ডেটা চিকিৎসাশাস্ত্র-বিষয়ক বিখ্যাত সাময়িকী দ্য ল্যানসেটে আগামী ২০ জুলাই প্রকাশ করবে।
ট্রায়ালের সঙ্গে যুক্ত গবেষকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রায়ালে যাদের টিকাটি দেয়া হয়েছিল তাদের রক্তের নমুনা সংগ্রহ করে দেখা গেছে প্রতিষেধকটি ‘টি-সেলের’ জন্য যেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে, তেমনি ভাইরাস প্রতিরোধী কার্যকর অ্যান্টিবডিও তৈরি করছে। এই দুটি বিষয়কেই গবেষকেরা ‘ডাবল ডিফেন্স’ বলে মন্তব্য করেছেন।