ইউরোপের দেশগুলোতে নতুন করে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই মুহুর্তে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে বেশ কয়েকটি দেশে।
বিবিসি জানায়, করোনার দ্বিতীয় ধাক্কায় ইউরোপের অনেকগুলো দেশে করোনা রোগী বাড়ছে।
রোমানিয়ায় গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। যেটি দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রেকর্ড আক্রান্ত।
অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সতর্কতা জারি রেখেছে রোমানিয়া। দেশটির প্রধানমন্ত্রী লুদোভিক অরবান বলেন, আজকে যা দেখতে পেলাম সেটি খুবই উদ্বেগজনক।
এদিকে স্লোভাকিয়া সরকার নতুন করে জরুরি অবস্থা জারি করেছে। আগামীকাল থেকে ৪৫ দিন পর্যন্ত এ জরুরি অবস্থা চলবে।
মঙ্গলবার একদিনে রেকর্ড ৫৬৭ জন করোনা আক্রান্ত হওয়ার পর এ ঘোষণা দিল দেশটির সরকার।
নেদারল্যান্ডসও একদিনে রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত শনাক্ত করেছে। মঙ্গলবার ৩ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদিন প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
এর মধ্যে রাশিয়া স্বাভাবিক জীবনে ফিরে গেলেও দেশটিতে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটির হটস্পট মস্কোতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মে মাস পর্যন্ত এটি সর্বোচ্চ আক্রান্ত।
এদিকে দ্বিতীয় দিনের মতো সাত হাজারের বেশি করোনা রোগী দেখল যুক্তরাজ্য। গণহারে টেস্ট শুরু করার পর এটিই সর্বোচ্চ আক্রান্ত দেশটিতে।