বিশ্বজুড়ে নতুন করে আরো ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৩ লাখের বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের তিন কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৮৯২ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৪৯৫ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ কোটি ৮১ লাখ ১১ হাজার ৯৫১ জন।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। শনিবার দেশটিতে ৯২১ জনের প্রাণ গেছে করোনায়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৫ শতয়ের বেশি। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৭১ জনের প্রাণ গেছে করোনায়। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭০ লাখ ৫১ হাজার ৫৪৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬০ লাখ ৭৪ হাজার ৮৬৩ জন।
এদিকে, নতুন করে ৬ শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৯ হাজার ২৮২ জন। সুস্থ ৫০ লাখ ৮৯ হাজার ৮৪২ জন।
ব্রাজিলে নতুন করে প্রাণ গেছে প্রায় সাড়ে ৫শত। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ২৩৬ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৭২২ জন।
এছাড়াও সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আরো বেড়েছে সংক্রমণ। প্রায় ২৭ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে।