গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মাত্র ১১ মাসেই আক্রান্ত হয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল। শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই মহামারিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের প্রায় পাঁচ কোটি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের শুক্রবারের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ১৪৬ জন যার মধ্যে মারা গেছেন ১২ লাখ ৩৯ হাজার ৬৬৫ জন।
ওয়ার্ল্ডোমিটার বলছে, গতকাল ৫ নভেম্বর একদিনে বিশ্বের ৬ লাখ ৮ হাজার ৪৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে যা মহামারি শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
এই একদিন মারা গেছেন ৮ হাজার ১৬৯ জন যা ২৪ ঘন্টায় মৃত্যুর হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র একদিন আগে গত ৪ নভেম্বর বিশ্বের ৯ হাজার ৫৬ জন মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা যান।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৫২৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ কোটি ২৮ লাখ ১০ হাজার ৫৭ জন। এদের মধ্যে ১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৯২৭ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৯০ হাজার ৩০ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৯৫৩ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ১৯ হাজার ৫২২ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ১৪ হাজার ২৫৮ জন।
মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরই দক্ষিণ এশিয়ার দেশ ভারতের অবস্থান। দেশটির ৮৪ লাখ ১১ হাজার ৭২৪ জন এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ২৯ জন। এছাড়া দক্ষিণ আমেরিকার আরেক দেশ মেক্সিকোতেও কোভিড ১৯ এ ৯৩ হাজার ৭৭২ জনের প্রাণ গেছে।