অ্যালার্জির সমস্যাযুক্ত ব্যক্তিদের শরীরে ফাইজারের তৈরি টিকা প্রয়োগ করা উচিত হবে না বলে জানিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। যুক্তরাজ্যে করোনার টিকা দেওয়া শুরুর পর দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমন ঘোষণা দেয়।
অসুস্থ হয়ে পড়া দুই ব্যক্তিই এনএইচএসের কর্মী। তারা উভয়েই ইপিপেন ব্র্যান্ডের অ্যাড্রেনালিন অটোইনজেকশন নেন। অতীতেও তাদের শরীরে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হওয়ার রেকর্ড আছে। করোনার টিকা দেওয়ার পর তাদের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হয়। তখন তাদের প্রতিক্রিয়া কমাতে অ্যাড্রেনালিনের মাত্রা বাড়াতে হয়। অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে করোনার টিকা সমস্যা করতে পারে।
ফাইজার/বায়োএনটেকের টিকা প্রতিটি প্যাকেটে থাকা লিফলেটে অ্যালার্জির সমস্যা থাকা ব্যক্তিদের শরীরে টিকা প্রয়োগের ব্যাপারে সাবধানতা অবলম্বনের কথা আছে। কিন্তু তা সত্ত্বেও এনএইচএস কেন তাদের অ্যালার্জির রেকর্ড থাকা দুই কর্মীকে ওই টিকা দিয়েছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। লিফলেটে বলা আছে, ‘ত্বকে চুলকানি বা ফুলে যাওয়া, শ্বাস নিয়ে সমস্যা হওয়া কিংবা মুখ ও জিহবা শুকিয়ে যাওয়ার মতো যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে টিকা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে।’