টোকিওযে আজ শুক্রবার রেকর্ড ২৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে , যা গতদিনের শনাক্তের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন গভর্নর ইউরিকো কৈকে। জাপান টাইমস।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী , জাপানের রাজধানীতে মোট ৮,৯৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত। শহরটিতে পরপর দু’দিন ধরে নতুন রেকর্ড তৈরি হয়েছে, যা জনগণের পুনরুত্থানের ভয়কে আরও বাড়িয়েতুলেছে ।
আগামী বুধবার থেকে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের গো টু ট্র্যাভেল প্রচার জনগণের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে, বৃহস্পতিবার সরকার টোকিও থেকে দর্শনার্থীদের প্ররোচনামূলক কর্মসূচি থেকে বাদ দিতে এবং এইভাবে ভাইরাসের ছড়িয়ে পড়ার ঝুঁকি হ্রাস করাতেউ প্ররোচিত করেছে অন্যান্য অঞ্চলে।
কৈকে বলেন, করোনারোগী সনাক্ত নিশ্চিত করতে রাজধানীতে ভাইরাস পরীক্ষার বৃদ্ধি করানো হয়েছে , যা এখন দিনে ৪ হাজারেরও বেশি ।
এখনও অবধি, মহানগর ও কেন্দ্রীয় সরকার উভয়ই তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার কথা বলা থেকে বিরত ছিল, যেমন মে মাসের শেষের দিকে পূর্ববর্তীটিকে উত্তোলনের পরে আবার জরুরি অবস্থা ঘোষণা করার মতো ঘটনা।