যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের একটি ফ্যাক্টরি থেকে রোববার ফাইজার- বায়োএনটেক-এর কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম কনসাইনমেন্ট নিয়ে ট্রাক যখন বেরিয়ে আসছে, তখন ভারতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকেই কোভিশিল্ডের টিকাকরণ শুরু হবে এদেশে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি হওয়া এই ভ্যাকসিন নিয়ে আশায় বুক বাঁধছে ভারতের মানুষ। ইতিমধ্যেই জরুরিকালীন ভিত্তিতে ভ্যাকসিন বাজারে আনতে কেন্দ্রের কাছে অনুমোদন চেয়েছে সেরাম ইন্সটিউট।
ইকোনমিক টাইমস গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, ‘আগামী বছর, অর্থাৎ ২০২১ এর অক্টোবরের মধ্যে ভারতের সকলে এই ভ্যাকসিন পাবেন- এমনটাই আশা করছি আমরা। এরপরই ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরে আসবে ভারত।’
আদর পুনাওয়ালা বলেন, ‘এই মাসের শেষেই আমরা এমারজেন্সি লাইসেন্স পেয়ে যাব। আসল লাইসেন্স পেতে আরও কিছু সময় লাগবে। ২০২১ এর জানুয়ারি থেকেই টিকাকরণ শুরু হয়ে যাবে।’
উল্লেখ্য, ভারত সরকারের নিয়ামক সংস্থার কাছে টিকার জরুরিভিত্তিতে প্রয়োগের আবেদন জানিয়েছে ফাইজার, সেরাম ও ভারত বায়োটেক।