যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকার পর এবার নাইজেরিয়া থেকে নভেল করোনাভাইরাসের নতুন আরেকটি ধরনের সন্ধান পাওয়া গেছে। খবর আল-জাজিরা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আফ্রিকারে সেন্ট্রারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন পাওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মহল যেভাবে আতংকে একের পর এক ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার ওপর নাইজেরিয়ায় সন্ধান পাওয়া এই আরেক ধরন নতুন করে শঙ্কার জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে আফ্রিকা সিডিসি’র প্রধান গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনের চেয়ে নাইজেরিয়ার ধরনটি একেবারেই আলাদা। তবে, এ ব্যাপারে এখনই কোনোকিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগস্টের তিন এবং অক্টোবরের ৯ তারিখ নাইজেরিয়ার অশুন প্রদেশ থেকে সংগ্রহ করার নমুনার মধ্যে করোনার নতুন এই ধরনের উপস্থিতি পাওয়া গেছে।
তবে, পি৬৮১এইচ নামের নতুন ধরনের এই করোনাভাইরাস যুক্তরাজ্যে পাওয়া ধরনের মতো দ্রুত সংক্রমণক্ষম নয় বলে জানিয়েছেন আফ্রিকা সিডিসি’র কর্মকর্তারা।