জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রধান প্রধান ক্রীড়া, সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠান প্রায় দু’সপ্তাহের জন্য স্থগিত, পেছানো বা আকারে সংক্ষিপ্ত করা উচিত হবে বলে পরামর্শ দিয়েছেন।
আবে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সরকারি টাস্ক ফোর্সের বৈঠকে বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, খুব তাড়াতাড়ি প্রাদুর্ভাব বন্ধ করা যাবে কিনা তা নির্ধারণের জন্য আগামী এক বা দুই সপ্তাহ হবে খুবই গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ। তিনি আরও বলেন, এর উপর ভিত্তি করে সরকার আগামী দু’সপ্তাহের জন্য অনুষ্ঠান স্থগিত, পেছানো কিংবা আকারে সংক্ষিপ্ত করতে আয়োজকদের প্রতি অনুরোধ জানাবে।
প্রধানমন্ত্রী এও বলেন, সরকার জাপানের নাগরিক নয় এমন ব্যক্তিদের দেশে প্রবেশে বাঁধা দিবে যারা জাপানে আসার আগের ১৪ দিনের মধ্যে বিশেষ কোন কারণ ছাড়া দক্ষিণ কোরিয়ার দেগু শহর বা উত্তর গেয়ংসাং প্রদেশের চেয়োংদো কাউন্টিতে অবস্থান করেছেন।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের ঐ এলাকাগুলোতে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সৌজন্যেঃ এনএইচকে ওয়ার্ল্ড