যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এক দিন পার হওয়ার পর ক্ষমতা ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার রাতে বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ‘২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে’ তিনি জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
ট্রাম্প বলেছেন, ‘আমি নির্বাচনের ফলাফলের বিষয়ে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করলেও ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’
মুখপাত্রের টুইটারে পোস্ট করা বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি সব সময় বলেছি শুধুমাত্র বৈধ ভোট গণনা নিশ্চিত করতে আমাদের যুদ্ধ চলবে। এটা যখন ঐতিহাসিক প্রথম টার্মের সমাপ্তির প্রতিনিধিত্ব করছে, তখন মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন-এর জন্য আমাদের লড়াইয়ের সবে শুরু এটি।’
এদিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।
এসব প্রক্রিয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালানোয় কংগ্রেসের এই অধিবেশন বিঘ্নিত হয়েছিল। এ সময় অধিবেশন কয়েক ঘণ্টা স্থগিত ছিল।